বাংলাদেশের স্পিনার আরাফাত সানির বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার তীর বিধলো তাসকিনের গায়ে। বোলিং অ্যাকশন নিয়ে তিনিও নাকি এখন সন্দেহের তালিকায়।
গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ধর্মশালার ক্রিকেট পাড়ায় এই গুঞ্জনটি বেগবান হয়। আইসিসির পক্ষ থেকে এখন পর্যন্ত অফিসিয়ালি কোন প্রতিক্রিয়া না পাওয়া গেলেও ক্রিকেট পাড়ায় ছড়িয়ে পড়ছে এ খবরটি।
এদিকে গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ রানে জয় পাওয়ার পরপরই আরাফাত সানি ও তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন মাঠের দায়িত্ব পালন করা দুই আম্পায়ার।
জানা গেছে, ধর্মশালার ম্যাচ শেষে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদের কাছে তাসকিনের বোলিং অ্যাকশন নিয়ে নিজেদের সন্দেহের কথা জানান আম্পায়াররা।
তবে আশার কথা হলো, অ্যাকশন সন্দেহজনক হলেও পরবর্তী অন্তত ২৮ দিন বোলিংয়ে বাধা থাকে না। সন্দেহ প্রকাশের ১৪ দিনের মধ্যে সংশ্লিষ্ট বোলারকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অনুমোদিত কোনো পরীক্ষাগারে অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। পরীক্ষার রিপোর্ট আসে পরবর্তী ১৪ দিনের মধ্যে।
কোচ হাতুরাসিংহে বলেন , 'আমি বিস্মিত, তবে এটি নিয়ে মোটেও চিন্তিত নই। আমার বোলারদের সম্পর্কে জানি। তাদেরকেও এ বিষয় নিয়ে ভাবতে নিষেধ করে দিয়েছি। সানি-তাসকিন এ নিয়ে ভাবছেও না। তারা নিজেদের নিয়েই ব্যস্ত। আশা করি, পরের ম্যাচে এ বিষয়টি কোনো প্রভাব ফেলবে না।'
তাসকিনের এই খবরে নানা প্রতিক্রিয়ার ঝড় উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
বিডি-প্রতিদিন/ ১০ মার্চ ১৬/ সালাহ উদ্দীন