আগামীকালের ম্যাচে খেলতে কোনো অসুবিধা নেই পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানির। পুরো টুর্নামেন্টে খেলতেও কোনো সমস্যা হওয়ার কথা নয়। তবে হঠাৎ করে তাসকিন-সানির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় বিস্মিত হয়েছেন বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাতুরাসিংহে।
বিষয়টা মেনে নেওয়াই যেন কষ্ট হচ্ছে লঙ্কান কোচের কাছে। হাতুরাসিংহে বলেন, ''তাসকিন ও সানি খুব ভালো করেই জানেন, তাদের বোলিং নিয়ে কোনো সমস্যা হবে না। তাই এ নিয়ে তারা উদ্বিগ্নও নন। কিছু দিন থেকেই তারা দারুন বোলিং করে আসছে। তাই বিষয়টি আমার কাছে বিস্ময়কর মনে হচ্ছে। এ নিয়ে আমি মোটেও চিন্তিত নই। তাছাড়া বিষয়টি ম্যাচেও প্রভাব ফেলবে বলে মনে করছি না।''
আজ আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। কিন্তু ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে পরের দিনের ম্যাচের চেয়ে বেশি আলোচনা হলো তাসকিন-সানির বিষয়টি নিয়ে।
আগের ম্যাচে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় পেলেও টাইগারদের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট হওয়ার উপায় নেই। একমাত্র তামিম ছাড়া আর কোনো ব্যাটসম্যানই সুবিধা করতে পারেননি। তারপরেও বিষয়টি নিয়ে চিন্তিত নন বলে জানালেন কোচ। হাতুরা বলেন, ''সিনিয়র ক্রিকেটাররা নিজেদের সামর্থ্য সম্পর্কে জানেন। তাদেরকে নতুন করে বলার কিছু নেই। হয়তো দেখা যাবে এ ম্যাচেই তারা অনেক ভালো করছেন।''
প্রথম ম্যাচে জয় পেলেও ঘাম ঝরাতে হয়েছে টাইগারদের। তবে বিষয়টি নিয়ে কোনো দুঃচিন্তা করছেন না কোচ। তিনি বলেন, ''জয় তো জয়ই। সেটা যত কম ব্যবধানেই হোক না কেন। আমার বিশ্বাস আগের ম্যাচে ছেলেরা যেভাবে খেলেছে, তাদের ভালো খেলার সামর্থ্য আছে। এটা মনে রাখতে হবে আমরা পর পর দুটি ম্যাচ খেলেছি দুই দিনের ব্যবধানে ৪ হাজার কিলোমিটার ভ্রমণ করে। আমরা তো মানুষ, মেশিন নই। তাই জয়টাই বড় কথা ছিল। তবে আশা করছি এ ম্যাচে অনেক ভালো খেলবে ছেলেরা।''
বিডি-প্রতিদিন/১০ মার্চ ২০১৬/ এস আহমেদ