বাছাইপর্বের আজকের ম্যাচ জিতলেই সুপার টেনে খেলার পথ অনেকটাই পরিস্কার হয়ে যাবে বাংলাদেশের। তাই আয়ারল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচ জিততে মরিয়া টাইগাররা। কিন্তু বৃষ্টিতে বহুল প্রতিক্ষীত ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। একইসঙ্গে তাপমাত্রা নেমে এসেছে ১১ ডিগ্রি সেলসিয়াসে।
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি ধর্মশালায় আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বাংলাদেশ সময় রাত ৮টায়। কিন্তু গত রাত থেকেই বৈরী আবহাওয়া বিরাজ করছে এখানে। তাপমাত্রা নেমে এসেছে অনেক নিচুতে। সেখানে বর্তমানে তাপমাত্রা রয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। প্রচন্ড ঠান্ডার কারণে বাংলাদেশ সময় বেলা সাড়ে ১০টা পর্যন্ত ধর্মশালার আশেপাশের রাস্তাঘাট ছিল জনশূন্য। ঠান্ডা উপেক্ষা করে দোকানপাটও তেমন খুলতে দেখা যায়নি। সাধারণত বৃষ্টি হলে এখানকার পরিবেশে ক্রিকেট খেলার অনুপযুক্ত হয়ে পড়ে বলে জানিয়েছে স্থানীয়রা। তাই বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ মাঠে গড়ানো নিয়েও শঙ্কা রয়েছে।
বিডি-প্রতিদিন/১১ মার্চ ২০১৬/ এস আহমেদ