অবশেষে ভারতের কাছ থেকে সর্বোচ্চ নিরাপত্তার লিখিত আশ্বাস পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার লিখিত পৃথক দুটি চিঠিতে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়। এই কলকাতার ইডেন গার্ডেনে আগামী ১৯ মার্চ ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। আগামী শনিবার পাকিস্তান ক্রিকেট দলের কলকাতা পৌছনোর কথা রয়েছে। খবর ইএসপিএন ক্রিকইনফোর।
খবরে আরও বলা হয়, চিঠি পাওয়ার পর পিসিবির নির্বাহী কমিটির চেয়ারম্যান নাজিম শেঠি বৈঠক করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী নিছার খানের সঙ্গে। এরপর মিডিয়াকে তারা চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
অনেকদিন ধরেই নিরাপত্তা ইস্যুতে ভারতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে টানাপোড়েন চলছিল দুই দেশের মধ্যে। পাকিস্তানের দাবি ছিল ভারতের পক্ষ থেকে লিখিত আশ্বাস না পেলে পাকিস্তানের কোনো দলই টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণ করবে না।
তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার নিরাপত্তার লিখিত আশ্বাস প্রদান করেছেন।
এর আগে, টি-২০ বিশ্বাকাপে ভারত-পাকিস্তানে মধ্য অনুষ্ঠিত একটি ম্যাচ ধর্মশালায় হওয়া কথা ছিল। কিন্তু নিরাপত্তার অজুহাত দেখিয়ে ধর্মশালায় কোনো ম্যাচ খেলবে না বলে জানিয়ে দেয় পিসিবি। পরে আইসিসি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেনে স্থানান্তর করে।
বিডি-প্রতিদিন/১১ মার্চ, ২০১৬/মাহবুব