বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ভারতীয় আইনজীবী ও সাবেক বিসিসিআই সভাপতি শশাঙ্ক মনোহর। আজ গোপন ভোটাভুটির মাধ্যমে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তিনি সম্মানিত বোধ করছেন বলে এক প্রতিক্রিয়ায় জানান। খবর টাইমস অব ইন্ডিয়ার
উল্লেখ্য, গত মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেন শশাঙ্ক মনোহর। মূলত আইসিসির চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জন্যই তার এ পদত্যাগ বলে মনে করা হয়।
বিডি-প্রতিদিন/১২ মে ২০১৬/শরীফ