ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের চলমান নবম আসরে এখন পর্যন্ত ৪১টি ম্যাচ হয়েছে। এখন পর্যন্ত ব্যক্তিগত রান সংগ্রহদের দিক দিয়ে শীর্ষে আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। দশ ম্যাচ থেকে তার মোট রান ৫৬৮। এর মধ্যে সেঞ্চুরি রয়েছে ২টি ও হাফ সেঞ্চুরি ৪টি। সর্বোচ্চ সংগ্রহ অপরাজিত ১০৮। টুর্নমেন্টের এই আসরে এখন পর্যন্ত দুটি সেঞ্চুরি করেছেন তিনিই।
ব্যক্তিগত রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন সানরাইজার্স হায়দারবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। সমানসংখ্যক ম্যাচে তার মোট রান ৪৬৯। এর মধ্যে হাফ সেঞ্চুরি ৫টি। সর্বোচ্চ সংগ্রহ ৯২। তালিকায় তৃতীয় স্থানে আছেন রাইজিং পুনে সুপারজায়ান্টস'র ওপেনার আজিঙ্কা রাহানে। ১১ ম্যাচে তার মোট রান ৪১৭। এর মধ্যে হাফ সেঞ্চুরি ৬টি। রান সংগ্রহদের দিক দিয়ে চতুর্থ স্থানে আছেন মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা। ১১ ম্যাচে তার মোট রান ৪১৩। এর মধ্যে হাফ সেঞ্চুরি ৫টি। সর্বোচ্চ রান অপরাজিত ৮৫। আর পঞ্চম স্থানে থাকা আরসিবির এবি ডি ভিলিয়ার্সের মোট রান ৪০৯।
বিডি-প্রতিদিন/১২ মে ২০১৬/শরীফ