ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে সানরাইজ হায়দরাবাদ ও দিল্লি ডেয়ার ডেভিলস। হায়দরাবাদের বোলিং অ্যাটাক নিয়ে অন্য দলগুলোর মতো দুঃশ্চিন্তায় দিল্লিও। তাই পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা হায়দরাবাদকে নিয়ে বিশেষ পরিকল্পনা করছে দিল্লি। বুধবার এক সংবাদ সম্মেলনে দিল্লির অলরাউন্ডার জে পি ডুমিনি এ কথা জানিয়েছেন।
তিনি বলেছেন, 'আমরা জানি হায়দরাবাদ খুব ভালো খেলছে এবং পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। তাদের মোকাবেলা করা আমাদের জন্য কঠিন হবে। আমরা এটাও জানি, ম্যাচটা শেষের দিকটা খুব উত্তেজনাপূর্ণ হবে। তাই তাদের শক্তির কেন্দ্রবিন্দুকে ঘিরেই আমাদের পরিকল্পনা থাকবে।'
হায়দরাবাদের পেস অ্যাটাকের ব্যাপারে ডুমিনি বলেন, 'এ ব্যাপারে নিশ্চিত যে, আমার দলের সবাই এটা নিয়ে ভাবছে। আমরা আজ (বুধবার) এ ব্যাপারে কিছুটা পরিকল্পনা করেছি। আমরা জানি, তাদের শক্তি কোথায় আর দুবর্লতাও, যেকোনো দলেরই থাকে- এটাই স্বাভাবিক। তাদের শক্তি হলো পেস অ্যাটাক। তাই আমাদের সেভাবেই পরিকল্পনা করতে হবে এবং তাদের মোকাবেলায় আমাদের ব্যাটসম্যানরাও প্রস্তুত আছে। এখন শুধু মাঠে গিয়ে ভালো পারফরমেন্স করতে হবে।'
সূত্র : এফ. স্পোর্টস
বিডি-প্রতিদিন/ এস আহমেদ