মহেন্দ্র সিং ধোনি টেস্ট ক্রিকেট থেকে আগেই বিদায় নিয়েছেন। কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে এখনও তিনি ভারতীয় দলের অধিনায়ক। তবে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে হার এবং আইপিএলে রাইজিং পুণে সুপার জায়ান্টসের খারাপ পারফরম্যান্সের পর প্রশ্ন উঠছে তার ক্যাপ্টেন্সি নিয়ে।
অবসর দিনক্ষণের ব্যাপারে না জানালেও ব্যাট তুলে রাখার পর সেনা-জওয়ানদের সঙ্গে দেশের জন্য সেবা করার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি।
এক সাক্ষাৎকারে ধোনি জানান, ‘আমি সবসময় ক্রিকেটে মনোসংযোগ করেছি কারণ আমি ক্রিকেট খেলাটাকে পছন্দ করি। তবে অবসরের পর আমি ভারতীয় সেনার হয়ে কাজ করতে চাই। দেশের হয়ে কিছু করতে পারাটা সবসময় গর্বের। আমিও দেশকে সেবা করতে চাই।’
বিডি-প্রতিদিন/ ১২ মে ১৬/ সালাহ উদ্দীন