বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে পুনঃনিয়োগ পেয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক অনীল কুম্বলে। দ্বিতীয় মেয়াদে আগামী ৩ বছরের জন্য আজ নিয়োগ পান তিনি। ২০১৮ সাল পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। এর আগে ২০১২ সালে প্রথম মেয়াদে তাকে উক্ত পদে নিয়োগ দেয়া হয়েছিল। খবর পিটিআই'র
এদিকে, আইসিসি ক্রিকেট কমিটির সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন আরেক সাবেক ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড় ও শ্রীলংকার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। এ দুজনকেও পরবর্তী তিন বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/১৩ মে ২০১৬/শরীফ