ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামালের বিপক্ষে ৫০ বলে দারুণ এক সেঞ্চুরি পেয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শনিবার ফলুল্লায় কলাবাগানের হয়ে তিনি এ শতক হাঁকান।
এদিন কলাবাগানের অধিনায়ক মাঠ ছাড়ার আগে ৫১ বলে করেন ১০৪ রান। তার এই ২ শতাধিক স্ট্রাইক রেটের ইনিংসে ছিল ১১ ছয় এবং ২ চার।
মাশরাফির ৫০ বলে সেঞ্চুরি লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্রুততম। অন্যদিকে, ঢাকা লিগে এটি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি।
এর আগে, ২০১৩-১৪ মৌসুমে প্রাইম ব্যাংকের হয়ে কলাবাগান ক্রিকেট একাডেমির বিরুদ্ধে মাত্র ৪৬ বলে সেঞ্চুরি করেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেলর। ১৪ চার ও ৩ ছক্কায় ২১৭.৩৯ স্ট্রাইক রেটে তিনি এ রান সংগ্রহ করেন।
বিডি-প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৬/মাহবুব