টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি ডেয়ারডেভিলসকে ২০৭ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের আজ দিনের দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করেছে মুম্বাই।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লির অধিনায়ক জহির খান।
ইনজুরির কারণে আগের দুটি ম্যাচ খেলতে পারেননি জহির। আজ দলে ফিরেছেন তিনি। সুতরাং দিল্লি অন্যভাবে অনুপ্রাণিত হতে পারে আজ। তবে ২০৬ রানের লক্ষ্যটা পার হওয়া মোটেও সহজ নয় বলেই মনে করছেন ক্রিকেটবোদ্ধারা।
এদিন মুম্বাইয়ের পক্ষে কে এইচ পাণ্ডে ৩৭ বলে সর্বোচ্চ ৮৬ রান সংগ্রহ করেন। ব্যক্তিগত ইনিংস সাজান ছয়টি ছক্কা ও চারটি চারের মারে।
মুম্বাই ইন্ডিয়ান্স
রোহিত শর্মা, মার্টিন গাপটিল, আম্বাতি রাইডু, নিতিশ রানা, জস বাটলার, কিয়েরণ পোলার্ড, হার্দিক পান্ডিয়া, হরভজন সিং, বিনয় কুমার, মিচেল ম্যাকক্লেনঘান, জসপ্রিত বুমরাহ।
দিল্লি ডেয়ারডেভিলস
কুইন্টন ডি কক, মায়নাক আগরওয়াল, করুণ নায়ার, সাঞ্জু স্যামসন, রিশাভ পান্তে, জেপি ডুমিনি, ক্রিস মরিস, অমিত মিশ্র, ইমরান তাহির, শাহবাজ নাদিম, জহির খান।
বিডি-প্রতিদিন/এস আহমেদ