নিজের বোলিং অ্যাকশন শুধরে মাঠে ফিরেছেন আরাফাত সানি। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে মাশরাফির কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে তিনি বল করেছেন ত্রুটিমুক্ত অ্যাকশন দিয়েই। তার বোলিং অ্যাকশনের প্রশংসা করেছেন ম্যাচে দায়িত্বরত আম্পায়াররা।
দায়িত্বরত আম্পায়ার শরিফুদ্দোউলা ইবনে সৈকত বলেছেন, অল্প সময়ের ভেতর সে নিজেকে শুধরে নিয়েছে। ম্যাচের সময় তার বোলিং অ্যাকশনে কোনো সমস্যা মনে হয়নি।
আম্পায়ার নাদির শাহ বলেছেন, আগের চেয়ে প্রচুর স্লোয়ার করছে। তবে কনুইয়ের অবস্থানে কোনো ত্রুটি নেই। নতুন অ্যাকশনে তার মানিয়ে নিতে আরো কিছুদিন সময় লাগবে।
উল্লেখ্য, টি টোয়েন্টি বিশ্বকাপে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বহিষ্কৃত হন বাংলাদেশি স্পিনার আরাফাত সানি এবং পেসার তাসকিন আহমেদ। এরপর থেকে শুরু হয় সানির নিজেকে শুধরে নেওয়ার অভিযান। প্রতিজ্ঞা করেছিলেন নিজেকে না শুধরে মাঠে ফিরবেন না। এই কারণেই চলতি প্রিমিয়ার লিগে শেখ জামালের হয়ে প্রথম পাঁচ ম্যাচে খেলেননি তিনি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ