সম্প্রতি কলকাতা সফরের সময় পেলেকে জিজ্ঞাসা করা হয়েছিল, তাকে ফুটবল বিশ্ব 'রাজা' বলেই মনে করে। তাহলে যুবরাজ কে? এমন প্রশ্ন করা হলে পেলে হেসে এই প্রসঙ্গ এড়িয়ে গেছেন। কোন উত্তর দিতে চাননি এই প্রশ্নের। এবার অবশ্য সেই রহস্য খুলে দিয়েছেন পেলে। নিজেকে রাজা ঘোষণা করে, লিওনেল মেসিকে যুবরাজ অ্যাখা দিয়েছেন তিনি।
স্পেনের একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে পেলে বলেন, ‘আমি যদি রাজা হই, লিও মেসি তাহলে গত ১৫ বছর ধরে যুবরাজ।’
যদিও মেসিকে আর্জেন্টিনার ইতিহাসের সেরা খেলোয়াড় বলে মনে করেন না পেলে। তিনি বলেন, ‘ মেসি আর্জেন্টিনার সেরা খেলোয়াড় নন। আমার বিশ্বাস, দি স্টেফানো আর্জেন্টিনার সবচেয়ে নিখুঁত খেলোয়াড় ছিলেন। তিনি দিয়েগো মারাদোনা আর মেসির চেয়ে বেশি নিখুঁত ছিলেন।’
বিডি প্রতিদিন/ ১৭ মে, ২০১৬/ হিমেল-০৭