ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান নবম অাসরে আজ একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিতব্য এই ম্যাচে জহির খানের দিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির রাইজিং পুনে সুপারজায়ান্টস।
১২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে পুনে। অন্যদিকে ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকায় দিল্লির অবস্থান ৬ নম্বরে। যদিও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পয়েন্টও ১২। তবে নেট রান রেটের ব্যবধানে এগিয়ে থেকে থেকে ৫ নম্বরে অবস্থান করছে কোহলির বেঙ্গালুরু। তবে কোহলিদের থেকে এক ম্যাচ কম খেলায় কোয়ালিফাই রাউন্ডে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে জহির খানের দলের।
বিডি-প্রতিদিন/১৭ মে, ২০১৬/মাহবুব