আইপিএলে ক্রিস গেইল ও মাইকেল হাসির রেকর্ড ভাঙলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। এক আসরে সবচেয়ে বেশি রানের মালিক এখন তিনি।
মওসুম শেষ হওয়ার আগেই ১২ ম্যাচ খেলে কোহলি নামের পাশে যোগ করেছেন ৭৫২ রান। এর মধ্যে রয়েছে তিনটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরির ইনিংস। টি ২০র হিসেবে তার গড় ৮৩.৫৫!
এর আগে আইপিএলের এক আসরের সর্বোচ্চ রানের রেকর্ডটি ভাগাভাগি করে নিয়েছিলেন ক্রিস গেইল ও মাইকেল হাসি। দুইজনই করেছিলেন সমান রান। ২০১২ বেঙ্গালুরুর হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন গেইল। ১৪ ম্যাচ খেলে ৬১.০৮ গড়ে করেছিলেন ৭৩৩ রান। ১টি সেঞ্চুরির পাশাপাশি ছিল ৭টি হাফসেঞ্চুরিও।
২০১৩ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে মাইকেল হাসি ১৭ ইনিংস খেলে সংগ্রহ করেছিলেন ৫২.৩৫ গড়ে ৭৩৩ রান। সেঞ্চুরি না পেলেও ৬টি হাফ সেঞ্চুরির মাধ্যমেই এই রান তুলতে সক্ষম হয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক এই তারকা ক্রিকেটার।
বিডি-প্রতিদিন/ ১৭ মে ১৬/ সালাহ উদ্দীন