ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে সর্বশেষ অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে ইনজুরিতে পড়ে ছিটকে গেলেন ড্যাশিং ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। ফলে পাঞ্জাবের শেষ দুই ম্যাচে দেখা যাবে না মারকুটে এই ব্যাটসম্যানকে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
কিংস ইলেভেনের খেলোয়াড় ম্যাক্সওয়েল সাইড স্ট্রেনে ভুগছেন। এর আগে ইনজুরিতে পড়ে আইপিএল থেকে দেশে ফিরে গেছেন স্বদেশি স্টিভেন স্মিথ, মিচেল মার্শ, শন মার্শ ও জন হ্যাস্টিং। আর সর্বশেষ ম্যাক্সওয়েল।
আইপিএলে নবম আসরের নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি ম্যাক্সওয়েল। মাত্র দুটি হাফ সেঞ্চুরি করেছেন। যেখানে তার সর্বোচ্চ স্কোর ৬৮। ১১ ম্যাচে ১৯.৮৮ গড়ে করেছেন ১৭৯ রান। ম্যাক্সওয়েলের এমন হতাশাজনক পারফরম্যান্সের ছাপ পড়েছে তার দলের ওপরও। ১২ ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে তালিকায় ৭ নম্বরে তার দল পাঞ্জাব।
বিডি-প্রতিদিন/১৭ মে, ২০১৬/মাহবুব