অলিম্পিকের ঠিক আগে আগে বিশ্রামে গেলেন ভারতের জাতীয় হকি দলের অধিনায়ক সর্দার সিংহ। একইসঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে ড্র্যাগ ফ্লিকার রুপিন্দর পাল সিংহকেও। আর ১৮ জনের দলের অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে গোলকিপার পিআর শ্রীজেশের হাতে। খবর আনন্দবাজার পত্রিকার।
আগামী ১০-১৭ জুন লন্ডনে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। অলিম্পিক্সের আগের প্রস্তুতির সবচে' বড় মঞ্চ এটা। আর সেই মঞ্চেই থাকছেন না দলের গুরুত্বপূর্ণ খেলোয়ার এমন প্রশ্ন জাগতেই পারে হকিপ্রেমীদের মনে। এ প্রসঙ্গে হকি ইন্ডিয়ার সভাপতি নারিন্দর বাত্রা জানিয়েছেন, ‘‘সর্দারকে বিশ্রাম দেওয়া হবে সেটা আগে থেকেই ঠিক ছিল। কারণ ও টানা খেলছে। যেভাবে আজলান শাহতে সর্দারকে খেলিয়ে বিশ্রাম দেওয়া হয়েছিল শ্রীজেশকে।’’
এর আগে ব্রিটেনের বাসিন্দা ভারতীয় বংশোদ্ভূত এক তরুণীর ভারতীয় হকি দলের অধিনায়ক সর্দার সিংহের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও ধোঁকা দেওয়ার অভিযোগ তুলেছিলেন। এ বিষয়ে লুধিয়ানার কুম্ভকলা থানায় অভিযোগও দায়ের করেন ওই তরুণী। তরুণী জানিয়েছিলেন, ২০১২ সালে লন্ডন অলিম্পিকের সময় সর্দার সিংহর সঙ্গে আলাপ হয় তার। তিনি নিজেও ব্রিটেনের নারী হকি দলের নিয়মিত সদস্য ছিলেন। গত বছরের আগস্ট মাসে সর্দারের সঙ্গে সম্পর্কের কথা নিজেই ট্যুইট করে জানান ওই তরুণী।
ওই তরুণীর দাবি, আলাপ হওয়ার পর তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে, শারীরিক সম্পর্কও তৈরি হয়। ২০১৫-তে গর্ভবতী হন তিনি। তাঁকে গর্ভপাত করানোর জন্য ব্ল্যাকমেইল করেন সর্দার এবং গর্ভপাত করানো হয়। আর এই ঘটনার পরই সর্দার তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন বলেও ওই তরুণী তখন অভিযোগ করেন। যদিও এসব অভিযোগ খারিজ করে দিয়েছিলেন সর্দার সিংহ। কিন্তু এখন বিশ্রামে যাওয়ায় কেউ কেউ বলছেন, ব্যক্তিগত সমস্যার টানাপোড়েন থেকে নিজেকে যেন সামলে নিতে পারেন সেজন্যই সর্দার সিংহকে বিশ্রামে পাঠাল কর্তৃপক্ষ!
বিডি-প্রতিদিন/ ১৭ মে, ২০১৬/ আফরোজ