ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান নবম অাসরে আজ একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বুধবার রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিতব্য এই ম্যাচে মুরালি বিজয়ের কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
১২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে প্রীতি জিনতার পাঞ্জাব। অন্যদিকে ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকায় বেঙ্গালুরুর অবস্থান ৫ নম্বরে। কোয়ালিফাই রাউন্ডে যাওয়ার জন্য এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই কোহলির দলের।
বিডি-প্রতিদিন/১৮ মে, ২০১৬/মাহবুব