ভারতীয় ক্রিকেট দলের কোচের চেয়ারটা এখনও ফাঁকা রয়ে গিয়েছে। একের পর এক বায়োডেটা জমা পড়ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে। বিখ্যাত সব প্রাক্তন ক্রিকেটাররা ভারতীয় দলের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বায়োডেটাও পাঠিয়েছেন। এই সবের মধ্যেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন বিরাট কোহলি নাম প্রস্তাব করেছেন নিউ জিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরির। কোহলি স্বয়ং বরফ গলিয়ে জানিয়েছেন, তিনি ভেট্টোরিকেই চাইছেন ভারতের কোচ হিসেবে। কোহলির এ ধরণের প্রস্তাব কতটা মূল্যবান তার জবাব দেবে সময়।
এর মধ্যেই ভারতের কোচ হওয়ার জন্য আবার উঠে এল রিকি পন্টিংয়ের নাম। প্রাক্তন অজি ক্যাপ্টেন মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে জড়িত। তিনি কি ভারতের কোচ হতে আগ্রহী? কোচ হওয়ার প্রস্তাব পেলে পন্টিং কি ভারতীয় দলকে কোচিং করাবেন?
তবে অস্ট্রেলিয়ার প্রাক্তন এ অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি ভারতীয় দলের কোচ হতে মোটেও আগ্রহী নন। তার পিছনে অবশ্য কারণও রয়েছে। পন্টিং বলছেন, তার প্রথম প্রায়োরিটি পরিবার। ভারত হোক বা অস্ট্রেলিয়া, পন্টিং কোচ হবেন না। তিনি ভাল বাবা, ভাল স্বামী হয়েই থাকতে চান।
বিডি প্রতিদিন/১৮ মে ২০১৬/ হিমেল-০৫