বাম পায়ে চোট পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবীয়ান তারকা আন্দ্রে রাসেল। আর এই কারণে গুজরাট লায়ন্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না এই অলরাউন্ডার।
গত সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের মাঝপথে মাঠেই পড়ে যান রাসেল। ধারণা করা হচ্ছে, তিনি বাম পায়ে চোট পেয়েছেন। ফলে মঙ্গলবার সন্ধ্যায় দলের সঙ্গে কানপুরে যেতে পারেননি তিনি। আগামী বৃহস্পতিবার এই কানপুরেই গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাটের মুখোমুখি হবেকলকাতা।
কোয়ালিফাই রাউন্ডে যেতে হলে শেষ দুই ম্যাচে জয় প্রায়োজন কলকাতার। বহস্পতিবার গুজরাটের বিপক্ষে ম্যাচের পর ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে তারা। কিন্তু এমন গুরুত্বপূর্ণ সময়ে রাসেলের চোট নিশ্চিতভাবেই চিন্তাই ফেলেছে গৌতম গম্ভীরদের।
কেননা এবারের আসরে এখন পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ (১৫ উইকেট) উইকেটশিকারি রাসেল ব্যাট হাতে ১৮৮ রান করে কলকাতার চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক।
সূত্র: ইএসপিএন ক্রিকইনফো
বিডি-প্রতিদিন/১৮ মে, ২০১৬/মাহবুব