জার্মানিকে হারিয়ে শেষ আটে ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দল। মঙ্গলবার উবের কাপে ফের ঝড় তুলেছে সাইনা নেহওয়াল। অস্ট্রেলিয়ার পর তার নেতৃত্বে ভারত ৫-০ জার্মানিকে হারিয়ে দিয়ে শেষ আট নিশ্চিত করে ফেলেছে।
এদিকে, সাইনা-সিন্ধুদের জয়ের দিনে হতাশ করেছে পুরুষ দল। থাইল্যান্ডের পর হং কং-এর বিরুদ্ধে ২-৩ হেরে টমাস কাপ থেকে বিদায় নিতে হল জয়রামদের।
বিডি-প্রতিদিন/ ১৮ মে, ২০১৬/ আফরোজ