যতদিন যাচ্ছে বিরাট কোহলি যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠছেন। যার সর্বশেষ নিদর্শন গত সোমবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ। যেখানে হাতে ব্যাথা নিয়েও দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দিয়েছেন তিনি। মাত্র ৫১ বলে ৭৫ রানের একটি ঝকঝকে ইনিংস খেলে হয়েছেন ম্যাচের সেরা।
ইতিমধ্যে একটি আইপিএলে ক্রিস গেইল ও মাইকেল হাসির করা ব্যক্তিগত ৭৩৩ রানের রেকর্ড ভেঙে ফেলেছেন তিনি। পাশাপাশি প্রথম ভারতীয় হিসেবে আইপিএলের এক মওশুমে ৭০০ রান করার রেকর্ডও তার অধীনেই।
শুধু টি-২০ টুর্নামেন্ট নয়, টেস্ট, ওয়ান ডেও ফর্মে রয়েছেন কোহলি। সেই কারণে প্রাক্তন ক্রিকেটার থেকে ধারাভাষ্যকার সবাই তার সঙ্গে শচীনের তুলনা করে চলেছেন। কিন্তু বিরাট স্বয়ং এই তুলনা করতে নারাজ। নিজের আইডল মাস্টার ব্লাস্টারের সঙ্গে তুলনায় খুবই বিরক্ত তিনি। এক সাক্ষাৎকারে বিরাট বলেন, ‘সত্যি কথা বলতে এটা খুবই বিরক্তিকর। শচীনের সঙ্গে শুধু আমার কেন কারোর তুলনা করাটাই উচিত নয়। শচীন আলাদা মাপের খেলোয়াড়। আমি আমার নিজের খেলাকে উন্নত করেছি। কিন্তু শচীর প্রতিভা নিয়েই জন্মেছে। আমি কেবল দু'বছর ধরে খেলছি কিন্তু শচীন সেখানে দীর্ঘ ২৪ বছর দেশের হয়ে খেলেছে।শচীন বর্তমান ক্রিকেটারদের তুলনায় সবসময় দু'ধাপ উপরে থাকবে৷