সফরকারী শ্রীলংকা ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের হেডিংলিতে চলমান প্রথম টেস্টের প্রথম দিন শেষে ইংল্যান্ড ৫ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করেছে।
প্রথম দিন শেষে ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেইলস ৭১ রান ও জনি বেরস্টো ৫৪ রান নিয়ে ক্রিজে ছিলেন। তবে ইংল্যান্ডের অপর শীর্ষসারির ব্যাটসম্যানদের কেউ-ই তেমন রান পাননি। কম্পটন ও জো রুট উভয়েই শূন্য রান করে সাজঘরে ফেরেন। অ্যালিস্টার কুক ১৬, বেন স্টোকস ১২ রান ও ভিন্স ৯ রান করেন। সফরকারীদের হয়ে শানাকা একাই তিনটি উইকেট নিয়েছেন।
ইংল্যান্ড সফরে শ্রীলংকা পাঁচ ম্যাচের একটি ওডিআই সিরিজ ও ১টি মাত্র টি-২০ ম্যাচ খেলবে। এছাড়া আয়ারল্যান্ডের বিপক্ষে ২টি ওডিআই ম্যাচও খেলবে লংকানরা।
বিডি-প্রতিদিন/২০ মে ২০১৬/শরীফ