মিথ্যা বলার জন্য মার্সেলোর মতো ফুটবলারকে ব্রাজিল দলে নেননি কোচ দুঙ্গা! ব্রাজিল কোচ নিজেও স্বীকার করেছেন, কথাটা সত্য। গত অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিরুদ্ধে ২-০ গোলে হেরে যাওয়ার পরে মার্সেলো বলেছিলেন, পর্যাপ্ত প্রস্তুতির অভাবেই বাজে খেলেছে ব্রাজিল। তাতেই ক্ষিপ্ত দুঙ্গা। দল থেকে মার্সেলোকে বাদও দিয়েছেন।
দুঙ্গা বলেন, ‘মার্সেলো একজন ভালো খেলোয়াড়। তবে তা বলে তিনি যা খুশি তা করতে পারে না। ও কি বলছে তা নিয়ে তাকে সতর্ক থাকতে হবে। অসত্য শিরোনাম তৈরি করে কিছু খেলোয়াড় নিজেদেরই ক্ষতি করছে।’
একইসঙ্গে ব্রাজিল কোচ বলেন, ‘একজন ভালো খেলোয়াড়কে অবশ্যই ভালো আচরণ করতে হবে। আমি এখানে সবকিছু বলছি না। চিলি ম্যাচের পর কি ঘটেছিল আপনাদের শুধু সেদিকে তাকাতে হবে।’
বিডি-প্রতিদিন/ ২০ মে ১৬/ সালাহ উদ্দীন