হেডিংলি টেস্টে স্বাগতিক ইংল্যান্ডের প্রথম ইনিংসে করা ২৯৮ রানের জবাবে শ্রীলংকা তাদের প্রথম ইনিংসে ৯১ রান তুলতেই সবকটি উইকেট হারিয়েছে। ইংলিশ পেসার জেমস এন্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের দুর্দান্ত বোলিংয়ের মুখে এ দশা হয় লঙ্কানদের। এন্ডারসন ১৬ রান দিয়ে ৫টি উইকেট ও ব্রড ২১ রান দিয়ে ৪টি উইকেট পান ব্রড। বাকি ১টি উইকেট নিয়েছেন বেন স্টোকস।
৯১ রান অলআউট হওয়ায় ফলো অনে পড়ায় ফের লংকানদের ব্যাটিংয়ে পাঠায় ইংলিশরা। তবে দ্বিতীয় ইনিংসে মাত্র ১ রান তুলতেই দ্বিতীয় দিনের খেলা শেষ হয়ে যায়। এর ফলে হাতে ১০টি উইকেটি নিয়ে এখন তারা ইংলিশদের চেয়ে ২০৬ রানে পিছিয়ে আছে।
হেডিংলি টেস্টে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলংকা। প্রথমে ব্যাট করে ইংলিশরা তাদের প্রথম ইনিংসে জেমস বেরস্টোর ১৪০ রানের উপর ভর করে ২৯৮ রান তুলতে সক্ষম হয়। এছাড়া এলেক্স হেইলস করেন ৮৬ রান। লঙ্কানদের হয়ে চামিরা ও শানাকা ৩টি করে উইকেট এবং রঙ্গনা হেরাথ ২টি উইকেট নেন।
বিডি-প্রতিদিন/২১ মে ২০১৬/শরীফ