টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের গল্ফ ক্লাবে দু'দিনব্যাপী পঞ্চম লাবিব প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত টুর্নামেন্টের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঘাটাইল এরিয়া কমান্ডার ও ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাজ্জাদুল হক। এসময় উপস্থিত ছিলেন লাবিব গ্রুপের সহকারী ব্যবস্থাপক কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক পিএসসি।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মাইনুল্লাহ চৌধুরী ও বেস্ট গ্রস ট্রফি অর্জন করেন মেজর ফিরোজ। লেডি উইনার হওয়ার গৌরব অর্জন করেন লে. কর্নেল মিসেস নূর। জুনিয়রদের মধ্যে মাস্টার সাকিব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
টুর্নামেন্টে ঘাটাইল ছাড়াও যমুনা, ময়মনসিংহসহ দেশের অন্যান্য গলফ ক্লাব থেকে সর্বমোট ৭৫ জন গলফার অংশগ্রহণ করেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ঘাটাইল এরিয়া কমান্ডার ও ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাজ্জাদুল হক।
বিডি-প্রতিদিন/২১ মে ২০১৬/শরীফ