আইপিএলের নবম আসরের ফাইনালে আজ রবিবার প্রথমবারের মত একে অপরের মুখোমুখি সানরাইজার্স হায়দারাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করেছে মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদ। জিততে হলে কোহলির ব্যাঙ্গালুরুকে করতে হবে ২০৯।
এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন হায়দারাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। সে সময়ে তিনি জানান বোল্টের পরিবর্তে দলে ফিরেছেন মুস্তাফিজ। শুরু থেকেই মারমুখি অবস্থান নেয় হায়দরাবাদ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ