শচীনের রেকর্ড ভেঙে দিলেন অ্যালিস্টার কুক! বিশ্বের কনিষ্ঠতম ব্যাটসম্যান হিসেবে টেস্টে করলেন ১০,০০০ রান। ৩১ বছর ১০ মাস ১০ দিনে দশহাজারি ক্লাবে ঢুকেছিলেন শচীন টেন্ডুলকার।
সোমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত ৫ রানের মাথাতেই নজির তৈরি করে ফেলেন ইংল্যান্ড অধিনায়ক। ১২ নম্বর ব্যাটসম্যান হিসেবে দশহাজারি ক্লাবে তিনি ঢুকলেন ৩১ বছর ৫ মাস ৫ দিনে। এই ক্লাবে কুকই প্রথম ইংরেজ ব্যাটসম্যান। এদিন দ্বিতীয় টেস্টও জিতে নিল ইংল্যান্ড, ৯ উইকেটে। ফলো অন করে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা করে ৪৭৫। চন্ডিমাল করেন ১২৬, রঙ্গনা হেরাথ ৬১। জবাবে হলসের (০১) উইকেট হারিয়ে ইংল্যান্ড জয়ের লক্ষ্যে (৮০/১) পৌঁছে যায়। কুক অপরাজিত থাকেন ৪৭ রানে।
বিডি-প্রতিদিন/ ৩১ মে ১৬/ সালাহ উদ্দীন