সদ্য সমাপ্ত আইপিএলের পারফরম্যান্স বিচারে সেরা একাদশ নির্বাচন করেছেন ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। আইপিএলের নিয়ম অনুযায়ী, চার বিদেশি ক্রিকেটার নিয়ে গঠিত এই একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি তরুণ পেসার মুস্তাফিজুর রহমান।
আইপিএলের নবম আসরে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুকে হারিয়ে এবার শিরোপা ঘরে তুলেছে সানরাইজার্স হায়দরাবাদ। আর এর পেছনে বড় ভূমিকা ছিল অধিনায়ক ওয়ার্নারের পাশাপাশি হায়দরাবাদের দুই পেসার মুস্তাফিজুর রহমান ও ভুবনেশ্বর কুমারের। অন্যদিকে, বেঙ্গালুরুকে ফাইনালে তুলতে বড় ভূমিকা ছিল বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, লোকেশ রাহুল ও জুভেন্দ্র চাহালের। ফলে অনুমিতভাবে দুই দলের এই ৭ খেলোয়াড় ক্রিকইনফোর নির্বাচিত সেরা একাদশে ঠাঁই পেয়েছেন।
সেরা একাদশ:
বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, এবি ডি ভিলিয়ার্স, লোকেশ রাহুল, ইউসুফ পাঠান, ক্রিস মরিস, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জুভেন্দ্র চাহাল, ধাওয়াল কুলকারনি এবং মুস্তাফিজুর রহমান।
বিডি-প্রতিদিন/৩১ মে, ২০১৬/মাহবুব