কিছুদিন আগে ভারতীয় ক্রিকেট দলের সাবেক ডিরেক্টর রবি শাস্ত্রী কলকাতায় গিয়ে বলেছিলেন সৌরভের মত খেলোয়াড় এখন আর বাংলা থেকে বের হয় না। কথাটা ভালো লাগেনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি ও সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলির।
তাই এবার পশ্চিমবঙ্গ থেকে মেধাবী ক্রিকেটার খুঁজে বের করতে কলকাতায় আয়োজন করা হচ্ছে বিপিএল। তবে সেটা বাংলাদেশের প্রিমিয়ার লিগ নয়, নাম হবে বেঙ্গল প্রিমিয়ার লিগ (বিপিএল)। খবর ভারতের খেলাধুলা বিষয়ক অনলাইন পোর্টাল স্পোর্টসকিদা ডট কমের।
রবিবার বেঙ্গালুরুতে বোর্ডের টেকনিক্যাল মিটিংয়ে সৌরভ জানান, আইপিএল-বিপিএল ধাঁচের এই টুর্নামেন্টে আট দল অংশ নেবে। তবে আশার কথা হলো ইতিমধ্যে ৫টা ফ্র্যাঞ্চাইজি পেয়েও গেছে সিএবি; প্রয়োজন আর তিনটা। প্রতিবেদনে দাবি করা হচ্ছে, আসছে ডিসেম্বরেই শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্ট।
প্রসঙ্গত, আইপিএলের নবম আসরে মাত্র তিনজন খেলোয়াড় অংশ নেন। তারা হলেন অশোক দিন্দা, মোহিত শর্মা ও ঋদ্ধিমান সাহা।
বিডি-প্রতিদিন/৩১ মে, ২০১৬/মাহবুব