ক্রীড়াবিদ বক্সার মুহাম্মদ আলীর প্রয়াণে শোকাহত গোটা বিশ্ব। বিবৃতি-ক্ষুদে বার্তায় মুহাম্মদ আলীর আত্মার শান্তি কামনা করছেন বিশ্বের নেতা ও তারকা ব্যক্তিত্বরা।
ব্রাজিলের ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলে মুহাম্মদ আলীর আত্মার শান্তি কামনা করেছেন। ৭৪ বয়সে না ফেরার দেশে চলে যাওয়া এই বক্সারকে নিজের থেকেও সেরা অ্যাথলেট হিসেবে দেখতেন ফুটবলের ‘কালো মানিক’। পেলে এবং আলী দু’জনই ভালো বন্ধু ছিলেন। পেলের খেলা দেখতে যেতেন আলি, পেলেও আলির খেলা দেখতে গিয়েছিলেন অনেক বার।
আলী প্রসঙ্গে পেলে জানান, সে একটি সম্পূর্ণ ভিন্ন চরিত্রের ব্যক্তি। সব সময় আমার এই বন্ধু মজা করতে ভালোবাসতো। তাকে সব সময় দেখেছি অন্যকে সম্মান দিয়ে কথা বলতে। আমরা বহুবার একসঙ্গে ডিনার করেছি। সে আমাকে প্রায়ই জ্বালাতন করতো। আমার প্রতি সম্মান রেখেই বলতো ‘আমি তোমার থেকেও বড় অ্যাথলেট’। সত্যিই সে আমার থেকেও বড় তারকা।
শনিবার সকালে যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বক্সিং কিংবদন্তির মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ ০৪ জুন ১৬/ সালাহ উদ্দীন