আইপিএল -এর অতি পরিচিত মুখ নীতা অাম্বানি। ভারতের রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারম্যানকে এবার ক্রীড়াজগতেরই নতুন মঞ্চে দেখা যাবে। দেশের গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক অঙ্গনে পা রাখলেন তিনি। গতকাল শুক্রবার সুইজারল্যান্ডে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সদস্য পদের জন্য নীতা অম্বানির নাম মনোনীত করেছ সংগঠনটি।
চলতি বছর রিও ডি জেনেইরোতে ২ থেকে ৪ আগস্টের মধ্যে নির্বাচন হবে। ২০২০ অলিম্পিক এজেন্ডার সুপারিশ অনুযায়ী, কাউকে আইওসি-র সদস্য হিসেবে বেছে নেওয়া হলে ৭০ বছর পর্যন্ত কমিটিতে থেকে যাবেন তিনি।
শুক্রবার ইন্টারন্যাশন্যাল অলিম্পিক একাডেমি তরফে বলা হয়েছে, প্রথম ভারতীয় নারী হিসেবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে সদস্য হওয়ার জন্য তাঁর নাম মনোনীত হল। ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল থেকে দরিদ্র অসহায়দের লেখাপড়া – বিভিন্ন ধরনের সামাজিক কাজের সঙ্গে যুক্ত নীতা অাম্বানি।
সূত্র: সংবাদ প্রতিদিন
বিডি-প্রতিদিন/০৪ জুন, ২০১৬/মাহবুব