বলের পর এবার গাড়ির স্টিয়ারিং ধরলেন বাংলাদেশ দলের চমক ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। পরিবারের জন্য কিছুদিন আগেই গাড়ি কিনেছেন কাটার মাস্টার। এবার সেই গাড়ি দিয়ে ড্রাইভিংটাও শিখে নিচ্ছেন সাতক্ষীরা এক্সপ্রেস। এরইমধ্যে অনেকটাই রপ্ত করে নিয়েছেন। মুস্তাফিজের সেঝো ভাই মোখলেসুর রহমান পল্টু বিষয়টি জানিয়েছেন।
আইপিএল জয় করে দেশে আসার পর মুস্তাফিজুর রহমান এখন রয়েছেন গ্রামের বাড়িতে। সেখানে তিনি রয়েছেন বিশ্রামের জন্য। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের অবস্থা খুব একটা ভালো না। টানা বিশ্রাম প্রয়োজন। মুস্তাফিজ বিশ্রামেই আছেন। তবে ফাঁকে ফাঁকে ড্রাইভিংটা শিখে নিচ্ছেন।
মোখলেসুর রহমান পল্টু জানিয়েছেন, মুস্তাফিজ ইতোমধ্যে অল্প অল্প ড্রাইভিং শিখে ফেলেছে। তাদের নিজেদের ড্রাইভারের কাছ থেকেই ড্রাইভিং শিখছেন তিনি। সঙ্গে একজন ঘনিষ্ঠ বন্ধুও রয়েছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ