আইপিএল জয় করে বেশ কিছু দিন আগেই দেশে ফিরেছেন। বর্তমানে তিনি গ্রামের বাড়ি সাতক্ষীরার তেতুলিয়ায় অবস্থান করছেন। এরই মধ্যে চলে আসলো পবিত্র রমজান মাস। আর প্রথম রমজানেই রোজাদারদের সম্মানে এলাকার পার্শ্ববর্তী ৬টি মসজিদে প্রায় ৫ হাজার মানুষকে ইফতার করালেন কাটার মাস্টার। ইফতারির আয়োজনে খেজুরের সঙ্গে ছিল গরুর মাংস আর খিঁচুড়ি।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুস্তাফিজের গাড়ির ড্রাইভার রেজাউল ইসলাম। তিনি জানান, ইফতারের জন্য দেশ সেরা এই পেসার এক লাখ টাকা মূল্যের একটি গরু কিনেছিলেন। এতে সব মিলিয়ে তার প্রায় আড়াই লাখ টাকা খরচ হয়েছে।
মুস্তাফিজের ইফতারে শরীক হওয়া তেঁতুলিয়া এলাকার বাসিন্দারা বলেন, মুস্তাফিজ আমাদের গ্রামের ছেলে। সে বয়সে ছোট হলেও সম্মানে অনেক বড় হয়েছে। আমাদের গ্রামের নাম উজ্জ্বল করেছে। দোয়া করি সে আরো অনেক বড় হোক, এলাকার সুনাম বৃদ্ধি করুক।
বিডি-প্রতিদিন/০৮ জুন, ২০১৬/মাহবুব