জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ ফুটবল দলের নিয়মিত অধিনায়ক মামুনুল ইসলাম। মঙ্গলবার ভুটানের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার প্লে-অফের প্রথম লেগের ম্যাচ খেলবে বাংলাদেশ। সোমবার ওই ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের ফুটবল দল ঘোষণা করেছে বাফুফে। কিন্তু সেখানে জায়গা না পাওয়ায় অপমানিত বোধ করে তারকা এই মিডফিল্ডার অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।
এক প্রশ্নের জবাবে মামুনুল বলেন, “গতকাল পর্যন্ত আমি জানতাম, ভুটানের বিপক্ষে খেলব। আজ শুনলাম আমি নেই। আমি অধিনায়ক। অনেক দিন ধরে দেশকে সেবা দিচ্ছি। আমার সঙ্গে একটু কথা না বলেই কোচ সিদ্ধান্ত নিলেন। আমি অপমানিত বোধ করছি। তাই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”
ইনজুরির কারণে মালদ্বীপের বিপক্ষে সর্বশেষ প্রীতি ম্যাচে খেলেননি মামুনুল। তখন মামুনুল বলেছিলেন, ভুটান ম্যাচের আগে পুরোপুরি সেরে ওঠার জন্যই মালদ্বীপের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
বিডি-প্রতিদিন/০৫ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব