লক্ষ্মীপুরে প্রতিভাবান খেলোয়াড় হিসেবে ২০ জন সাঁতারুকে বাছাই করা হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ সংলগ্ন একটি পুকুরে ১৮৩ জন সাঁতারু প্রতিযোগীর মধ্য থেকে তাদের বাছাই করা হয়।
বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো শুরু হয় সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা 'সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ'।
এ উপলক্ষে সকালে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুর ভেন্যুর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে আরও ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান, পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম, বাংলাদেশ নৌবাহিনীর কমকর্তা এস এম মাহমুদুর রহমান, এম নাঈমুল হক ও এম নাহিদ হাসান প্রমুখ।
বক্তারা বলেন, নদী মাতৃক বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে লুকিয়ে থাকা প্রতিভাবান সাঁতারু যারা সুযোগের অভাবে তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারছে না, তাদের তুলে আনতে এ আয়োজন।
উদ্বোধন শেষে সাঁতারুরা প্রতিযোগিতায় অংশ নেন। এ সময় প্রতিভাবান ২০ জন সাঁতারুকে বিভিন্ন ক্যাটাগরীতে বাছাই করেন আযোজকরা। পরে বাছাইকৃতদের ইয়েস কার্ড, মেডেল, নগদ অর্থ ও সনদ প্রদান করেন অতিথিরা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ