সপ্তমবারের মতো ইউএস ওপেনের ফাইনালে পৌঁছেছেন সার্বিয়ার নোভাক জোকোভিচ। শুক্রবার ফ্রান্সের গাইল মনফিলসকে ৬-৩, ৬-২, ৩-৬, ৬-২ সেটে হারিয়ে জয় নিশ্চিত করেন বিশ্ব টেনিসের বর্তমান নাম্বার ওয়ান।
ফ্রান্সের ১০ নম্বর বাছাই গাইল মনফিলসকে প্রতিযোগীর চেয়ে বেশি 'শো-ম্যান'ই মনে হয়েছে এদিন। জোকোভিচের জয়টা নিশ্চিতই ছিল, কারণ তিনিই ছিলেন ফেভারিট। তারপরও এ জয়ের জন্য জোকোভিচ ও তার ভক্তদের বেশ ধৈর্য্যের পরীক্ষা দিতে হয়েছে।
এ পর্যন্ত ১৩ ম্যাচে গাইলের মুখোমুখি হয়েছেন জোকোভিচ। সবগুলোতেই গাইলকে হারিয়েছেন তিনি। শুক্রবার জয়ের পর জোকোভিচ বলেন, এটা খুবই অদ্ভুত একটি ম্যাচ ছিল। গাইলের সাথে খেলার সময় যা হয় আর কি। তার ব্যাপারে নির্দিষ্ট করে কিছুই বলা যায় না। ও সবসময় নিজের খেলায় বৈচিত্র্য আনার চেষ্টা করে।
রবিবার ইউএস ওপেনের ফাইনাল অনুষ্ঠিত হবে। এদিন জোকোভিচ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন সুইজারল্যান্ডের স্ট্যানিসলাস ভারিঙ্কাকে। সূত্র : ইন্ডিয়া টুডে
বিডি প্রতিদিন/১০ সেপ্টেম্বর ২০১৬/ফারজানা