হতে পারেন তিনি ১২ বারের চ্যাম্পিয়ন, বিশ্বের নাম্বার ওয়ান এবং বর্তমান সময়ের সেরা টেনিস খেলোয়াড়। কিন্তু রবিবার ইউএস ওপেনের ফাইনালে সেরা মুকুটটি সার্বিয়ান নোভাক জোকোভিচ পরেননি। পরেছেন সুইজারল্যান্ডের স্ট্যান ভারিঙ্কা।
নিউইয়র্কের ফ্লাশিং মিডোসে টাইব্রেকারে প্রথমে ভারিঙ্কাকে বেশ চাপে রেখেছিলেন জোকোভিচ। কিন্তু সেকেন্ডের জন্যও নিজের ফোকাস হারাননি সুইস তারকা। তিনি যেন নিশ্চিতই হয়ে এসেছেন যত ঝড় ঝাপ্টাই আসুক, শেষ হাসিটা তিনিই হাসবেন। তাই বেশ ভালোই সামলে উল্টো জোকোভিচকে চাপে ফেলে জয় নিশ্চিত করেছেন তিনি।
এ পর্যন্ত ২১ বার গ্রান্ড স্লামের ফাইনাল খেলেছেন জোকোভিচ, এবারেরটা সহ ফাইনালে তার হারের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৯-এ। হারের হ্যাট্রিক এবার হ্যাট্রিক পূর্ণ করেছে। আর ভারিঙ্কা এ আগে দুই বার গ্রান্ড স্লাম জিতলেও ইউএস ওপেনের ফাইনালে এটিই তার প্রথম শিরোপা। এদিন তিনি জোকোভিচকে হারিয়েছেন ৬-৭ (১), ৬-৪, ৭-৫, ৬-৩ সেটে। সূত্র : ব্লিচার রিপোর্ট
বিডি প্রতিদিন/১২ সেপ্টেম্বর ২০১৬/ফারজানা