মাগুরায় পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় শহরের নোমানী ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেন তিনি।
জামাতে জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জামাত পরিচালনা করেন জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মো. রইস উদ্দিন।
নামাজ শেষে সাকিব মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।
তিনি শহরের কেশবমোড় এলাকায় নিজ বাড়িতে দুটি গরু কোরবানি দিয়েছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ