প্যারা অলিম্পিকে এ বছর প্রথমবারের মতো কোনো ভারতীয় নারী পদক জিতে নিলেন। তিনি দীপা মালিক। শর্ট পুটে সোমবার রিওতে ফাইনালে ইভেন্টে দীপা রৌপ্য পদক জিতেন।এর মাধ্যমে প্রথম ভারতীয় নারী হিসেবে পদক জিতে ইতিহাসের অংশ হলেন তিনি।
দীপা মালিক জয়ের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে জানান, আজীবন লালিত স্বপ্নকে পূরণ করার বিষয়টি তার কাছে অবিশ্বাস্য লাগছে। সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/১৩ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা