নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ সফরে আসছেন না ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক এউইন মরগান। এটিকে ভালো চোখে দেখছেন না ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন ও নাসির হুসেইনসহ অনেকেই।
ইয়োইন মরগানের সিদ্বান্তে দলে কোনো বিভক্তি হবে না বলে জানিয়েছেন আসন্ন বাংলাদেশ সিরিজে ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়কত্ব পাওয়া জস বাটলার।
দায়িত্ব পাওয়া বাটলার মনে করেন মরগান এ মুহুর্তে ইংলিশদের সীমিত পরিসরে সেরা অধিনায়ক। তার হাত ধরেই সীমিত পরিসরে ‘ভালো’ সাফল্য পাচ্ছে বলে বিশ্বাস বাটলারের।
মরগানের বাংলাদেশে না আসার সিদ্ধান্তে দলে কোনো প্রভাব বা বিভক্তিও হবে না বলে বিশ্বাস করেন তিনি।
বিডি প্রতিদিন/ ১৩ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম