এগিয়ে থেকেও শেষ পর্যন্ত আর্সেনালের বিপক্ষে জয় নিয়ে ঘরে ফিরতে পারেনি স্বাগতিক পিএসজি। ফ্রেঞ্চ লিগ জয়ী পিএসজি উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম দিনের হাইভোল্টেজ এ ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে আর্সেনালের সঙ্গে।
ঘরের মাঠে সফরকারী শিবিরকে হতাশ করে ম্যাচের প্রথম মিনিটেই গোল করে স্বাগতিকদের লিড এনে দেন পিএসজির উরুগুয়ের তারকা এডিনসন কাভানি। ম্যাচের প্রধমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই মাঠ ত্যাগ করে স্বাগতিকরা।
বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আর্সেনাল। অবশেষে ম্যাচের ৭৭ মিনিটে আর্সেনালের চিলিয়ান তারকা অ্যালেক্সিজ সানচেজ গোল করে ইংলিশ জায়ান্টদের ম্যাচে ফেরান। বাকি সময় আর গোল না হলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।
বিডি প্রতিদিন/ ১৪ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম