কাবাডি বিশ্বকাপ ৭ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। স্বাগতিক ভারতসহ এই আসরে অংশ নেবে মোট ১২টি দল। যথারীতি বাংলাদেশ কাবাডি দলও বিশ্বযজ্ঞে অংশ নেবে।
২০০৭ সালে সর্বশেষ ভারতের মহারাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল বিশ্বকাপ কাবাডি টুর্নামেন্ট। সেবার ৩৩ দেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছিল বাংলাদেশ পুরুষ কাবাডি দল।
এবারের আসরে অংশ নিতে চলা ১২টি দল যথাক্রমে- বাংলাদেশ, ভারত, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আর্জেন্টিনা, ইরান, থাইল্যান্ড, জাপান, যুক্তরাষ্ট্র, কেনিয়া ও পোল্যান্ড।
১২টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এখানে বাংলাদেশ দল লড়বে ভারত, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও আর্জেন্টিনার বিপক্ষে। আর ‘বি’ গ্রুপে রয়েছে ইরান, থাইল্যান্ড, জাপান, যুক্তরাষ্ট্র, কেনিয়া ও পোল্যান্ড।
বিডি প্রতিদিন/ ১৫ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম