ভারতীয় ক্রিকেট দলের ঐতিহাসিক ৫০০তম টেস্টে অবশেষে আমন্ত্রণ পেয়েছেন দলটির সাবেক অধিনায়ক আজহার উদ্দিন। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দেয়া সেই আমন্ত্রণ তিনি গ্রহণ করেছেন বলে সূত্র নিশ্চিত করেছে।
আগামী ২২ সেপ্টেম্বর থেকে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে কানপুরে শুরু হতে যাওয়া তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটিতেই ভারত ৫০০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করবে।
২০০০ সালে মাচ পাতানোর অভিযোগ প্রমানিত হওয়ায় সাবেক এই অধিনায়ককে আজীবন সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ ঘোষণা করে বিসিসিআই। পরবর্তীতে আদালতের বিচারে খালাস পেলেও বিসিসিআই তাদের কোনো আনুষ্ঠানিক ইভেন্টে আমন্ত্রিত সাবেক খেলোয়াড়দের তালিকায় কখনই আজহারউদ্দিনের নাম রাখেনি।
তবে এবার হঠাৎ করেই আজাহার উদ্দিনকে আমন্ত্রণ জানানোর বিষয়ে বিসিসিআই’র সিনিয়র সদস্য রাজীব শুক্লা বলেছেন এখানে অন্যায় কোনো কিছু তিনি দেখছেন না। অন্যদের মত আজহারউদ্দিনও একজন সাবেক অধিনায়ক।
বিডি প্রতিদিন/ ১৭ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম