বুন্দেসলিগায় পিছিয়ে পড়েও ইনগোলসটাডের বিপক্ষে ৩-১ গোলের বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। আর এই জয়ের ফলে চলমান আসরে শীর্ষস্থান অক্ষুণ্ন রাখলো জার্মান জায়ান্টের।
শনিবার রাতে নিজেদের মাঠ অ্যালিনাঞ্জ অ্যারেনায় শুরুতেই হোঁচট খায় বায়ার্ন। ম্যাচের ৮ম মিনিটে লেজকানোর গোলে পিছিয়ে পড়ে বায়ার্ন। অবশ্য ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি স্বাগতিকরা। এর ৪ মিনিটের মাথায় ফ্রাঙ্ক রিবেরির সহায়তায় পোলিশ তারকা লেভানোডফস্কির গোলে সমতায় ফেরে বায়ার্ন।
১-১ গোলে সমতায় ফেরার পর সফরকারীদের আর কোনো সুযোগ দেয়নি বায়ার্ন। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে বায়ার্নের হয়ে গোল করেন জাবি অলোনসো (২-১)। এই গোলটিতেও সহায়তা করেন রিবেরি।
৮৪ মিনিটের মাথায় ইনগোলসটাডের জালে তৃতীয়বার বল পাঠান রাফিনহা (৩-১)। ব্রাজিল তারকাকে গোল করাতে এগিয়ে আসেন প্রথম দুই গোলের অ্যাসিস্ট করা রিবেরি। এই স্কোরেই জয় নিয়ে আর পূর্ণ তিন পয়েন্ট সহ তিন ম্যাচের তিনটিতে জিতে মোট ৯ পয়েন্ট সংগ্রহ করে বায়ার্ন।
অপর ম্যাচে ডার্মসটাডকে ৬-০ গোলের বড় জয় পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ড।
বিডি-প্রতিদিন/১৮ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব