ব্রাজিলের রিওতে চলমান প্যারালিম্পিকের পুরুষদের সি৪-৫ প্রতিযোগিতায় সংঘর্ষের পর মারা গেলেন ইরানের বাহম্যান গোলবারনেজাদ।
আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, বাহম্যান গোলবারনেজাদ পাহাড়ি এলাকা অতিক্রম করার সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সেখান থেকে তাকে উদ্ধারের পর তাকে হাসপাতালে তাকে নিকটবর্তী একটি হাসপাতালে নেওয়ার পরই তিনি মারা যান।
বিবিসি জানায়, দুর্ঘটনার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন।
৪৮ বছর বয়সী গোলবারনেজাদ ২০১২ সালে লন্ডন প্যারালিম্পিকেও অংশ নিয়েছিলেন।
বিডি-প্রতিদিন/১৮ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব