ঘরের মাঠে প্রথমে পিছিয়ে পড়েও জুভেন্টাসের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে ইন্টার মিলান। যদিও খেলার প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। ৬৬ মিনিটের মাথায় লিড নেয় অতিথিরা।
লিচটেইনারের গোলে জুভেন্টাস এগিয়ে গেলেও দুই মিনিটের মধ্যেই ম্যাচে ফিরে স্বাগতিক ইন্টার। ৬৮ মিনিটের মাথায় ইন্টারের হয়ে গোল করেন আর্জেন্টাইন তারকা মাউরো ইকার্দি। তাকে গোল করতে সহায়তা করেন আরেক আর্জেন্টাইন তারকা এভার বানেগা।
৭৮ মিনিটে ইন্টারের হয়ে দ্বিতীয় গোলটি করেন ইভান পারসিক। আর বলের যোগানদাতা ছিলেন আর্জেন্টাইন ইকার্দি। ২-১ গোলে এগিয়ে থাকা ইন্টার মিলান ম্যাচের ৯০ মিনিটের মাথায় দশজনের দলে পরিণত হয়। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এভার বানেগা। তবে, জয় নিয়ে মাঠ ছাড়তে সমস্যা হয়নি ইন্টারের।
এ ম্যাচে জয়ের ফলে চার ম্যাচ খেলা ইন্টার মিলানের ৭ পয়েন্ট নিয়ে টেবিলে ষষ্ঠ অবস্থানে রয়েছেন। আর সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে জুভেন্টাস। চার ম্যাচে সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নাপোলি।
বিডি প্রতিদিন/ ১৯ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম