বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে নতুন কোচ হিসেবে যোগ দিতে যাচ্ছেন সুইডেনের স্টিফান হানসন। তিনি রবিবার নতুন দায়িত্ব নেওয়ার পরের দিনই সোমবার মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে লড়বে শেখ জামাল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ছয়টি রাউন্ড শেষে ১২ পয়েন্ট নিয়ে তিনটি দলের সঙ্গে তালিকার শীর্ষে আছে শেখ জামাল। মৌসুমের শুরুতে তাদের কোচ ছিলেন শফিকুল ইসলাম মানিক। তবে এএফসি কাপ, স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপে দল প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় চাকরি হারান মানিক। এরপর নাইজেরিয়ার জোসেপ আপুসির ফের আবার দায়িত্ব নেবার গুঞ্জন ওঠলেও শেষ পর্যন্ত তা হয়নি। এখন দলটির দায়িত্ব নিলেন হ্যানসন।
সুইডেন, নরওয়ে, ডেনমার্কসহ বিভিন্ন দেশের ক্লাবে কোচিং এর অভিজ্ঞতা রয়েছে এই সুইডিশের। পার্শ্ববর্তী দেশ মিয়ানমার অনূর্ধ্ব-২৩ দলকেও কোচিং করানোর অভিজ্ঞতা তার রয়েছে।
বিডি প্রতিদিন/ ১৯ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম