চ্যাম্পিয়ন্স লিগে 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে ইতালির ক্লাব নাপোলি। বুধবার রাতে পর্তুগালের দল বেনফিকাকে ৪-২ গোলে হারিয়েছে তারা।
টানা দ্বিতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ উঠে আসা নাপোলি প্রথম ম্যাচে ২-১ গোলে ইউক্রেনের দল দিনামো কিয়েভকে হারিয়েছিল।
তুরস্কের দল বেসিকতাস ও দিনোমো কিয়েভের মধ্যে দিনের অন্য ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
বেসিকতাস ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। বেনফিকা ও কিয়েভের পয়েন্ট সমান ১।
বিডি প্রতিদিন/ ২৯ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম