ভারতের বিপক্ষে ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ হয় ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। তবে তারা টি২০-তে ঘুরে দাঁড়িয়েছে। প্রথম ম্যাচে তারা ৬ উইকেটে হারিয়েছে ভারতীয় মেয়েদের।
শুরুতে ব্যাট করে ভারত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫০ রান তুলতে সক্ষম হয়েছিল। ভারতের পক্ষে বেদা কৃষ্ণমূর্তি ৪৬ বলে ৫০ করেন। হরমনপ্রীত কৌর ৫০ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছয়। ঝুলন গোস্বামী ৭ বলে ১১ করেন। যার মধ্যে রয়েছে ১টি ছয়।
জবাবে ব্যাট করতে নেমে স্টেফানি টেলরের দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যে ১৯.১ ওভারেই ৪ উইকেট হারিয়ে ১৫৪ তুলে জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। টেলর ৫১ বলে ৯০ করলেন। ১২টি চারের পাশাপাশি ৩টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। ভারতের শিখা পাণ্ডে ৩ উইকেট নিলেও দলকে জেতাতে ব্যর্থ হন।
বিডি-প্রতিদিন/১৮ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৫